সত্য ভালোবাসা
- আরিফুল হক দ্বীপ

তবুও কেউ তোমাকে বলুক বিশ্বাসঘাতিনী
আমাকে নিঃসঙ্গ রেখে যাবার পর-
আমি মেনে নিতে পারবো না তোমাকে বিদ্ধ
করা এই অপবাদ।
দুঃখ যত যা আমায় দিয়েছো,
চোখের জল যা আমার ঝরিয়েছো,
তবে কার এ হিম্মৎ তোমাকে যা ইচ্ছে মন্দ বলবে
কার আছে সে অধিকার?
তুমি কারো আঘাত অনলে কষ্ট পাও
সে আমি চাই না,
কেউ তোমাকে কলঙ্ক দিক,এ আমার পরাজয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।