প্রভু গো
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

হে প্রভু
তুমি কোথায়
তোমার সন্ধানী এ পথিক
তুমি দেখো না ?
তোমার দেখানো পথে পথে
চলি তবু দেখিনা কিছু

আপনাকে এ আমি
করিলাম সঁপি
তোমার তরে
নিবেদি
তুমি নিবে না ?

ও দয়াময় ও
চাহি তোমার আশ্রয়ে
হ উক আমারি এ জীবন
ক্ষুদ্র সমাপন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।