বেলুন ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
ঐ বেলুনটা আকাশে উড়ছে ...
ঐ বেলুনটা মুক্তির মূর্ত প্রতীক ;
ওটাই হয়ত মুক্তির কথা বলছে ,
ওটার মতই সব বেলুনই ঠিক !
বেলুন তোমার নিরাপদ হাতিয়ার ,
বেলুনের মত বন্ধু আছে কে আর ?
বেলুন আছে যখন তুমিও আছো ;
বেলুন কাছে রেখে তবেই বাঁচো !
বেলুনের আছে অনেক প্রকারভেদ ,
বেলুন আছে তাই নেই কোনো খেদ ;
বেলুন বাঁচায় অনেক পরিবার !
বেলুনের মত বন্ধু পাবে কি আর ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।