কে বুঝবে এ ব্যথা আমার
- অরুণ কারফা

কে বুঝবে এ ব্যথা আমার

আমি এক কুল ভাঙা পার

নিতুই নব যাত্রী কত

আসছে দিন রাত্রিশত

নাও তারা বেয়ে

যায়পার হয়ে

পরে থাকি আমি

ঘাটখানি চুমি

বন্যায় ধুয়ে নিয়ে গেলেও জমি

ভগ্নাংশনিয়েইপড়েথাকিআমি

জনশ্রুতি আছে কৃষ্ণলীলা এখানে

সম্পন্ন হত গোপিনীগণের স্নানে

আজ কারো নাই থামার সময়

দুদণ্ডও কেউ করবে না ব্যয়

নৌকাএলেই যাত্রী সবে

সঙ্গে সঙ্গে চেপে বসবে

নাওটাও হয়েছে এযুগেরই মত

যাত্রীজুটলেইশেষ বন্ধুত্ব

সময় গেছে বদলে এখন

পালটে গেছে প্রেমের ধরণ

এখানে প্রেম করতে আসেনা কেউ

কিংবা দেখতে নদীর উত্তাল ঢেউ

অমূল্য প্রেমের হিসেব মূল্য দিয়েই হয়

নিঃশুল্ক প্রাকৃতিক বাতাস কেঁদে ফিরে বয়

বিত্ত যতক্ষণ না প্রণয়ী করছে খরচ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।