অভক্তিপ্রায়মূলক
- আরিফ শামসুল

সেমি-গাড়ি কেন মাটি দিয়ে চলবে, কী আশ্চর্য !
চলবে নভোমায়ায় বড়বড় গাড়ির গলি দিয়ে,
ওজনস্তর অস্বীকার করে,
স্ববৃত্তের কেন্দ্রে খানিক খানিক ফিরে।

সুধী মাউথপিছমণ্ডলী, এবার আমাকে তাক করুন
শুরু করব ‘হুজুরগিরি’
পারদর্শীরা কাছাকাছি থাকলে এসো-
ব্যাকগ্রাউন্ড ঘোলা করো,
করতে থাকো সাহস করে যতবার পারো
কাদৈল দিয়ে ঠেলে সরাও সবুজ নেত্র

ভেতরের কীটেরা ধ্বংস করুক ধানিমাঠ
তবু হাসির চেয়ে দাঁতই প্রাধান্য পাক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।