ও সখি
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
সখি গো ওগো কোথায় রহ্
একলায় কোথায় রহ্
দেখো না এনেছি পুষ্পের মালা
বরিতে দিয়া তোমায় এ মালা
তবু চাহ না কেন ও
আমারি জনম শেষ হয়ে আসে ও
বেলা শেষ হয়ে আসে
চাঁদনী হাতছানি দিয়া আসে
ভুলের রজনী আর ও কত পুড়াবি রে
ঘুঙ্ঘর পায়ে ঐ
কেগো আসে
মন একঁলায় ছাপি ছাপি কাদে রে
ও সখিরে সখি গো
আমারে নিও গো
তোমার ঐ তেপান্তরের পথে
হাতছানি দিয়া স্বপনের পথে
আমি লুটাইরে
পায়ে তব
ও সখি রে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।