ভালবাসা
- রুহুল আমীন রৌদ্র
ভালবাসা নহে নিছক ছেলেখেলা,
নহে ভোগ বিলাসীতায়,
ভাসিয়ে দেয়ার ভেলা,
সৃষ্টিকূলে একই ভালবাসা,
খেলে ভিন্ন ভিন্ন রূপে খেলা ।
স্রষ্টার ভালবাসা,
মানুষের অস্তিত্ব নিয়ে,
মানুষকেই আগে ভালবাসতে শিখো,
আবেগ দিয়ে নহে, বিবেক দিয়ে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।