ভালবাসার আলতো পরশ
- রুহুল আমীন রৌদ্র
ইশ !
থামুতো,
অনেক জ্বালিয়েছো,
দুষ্টু কোথাকার,
আর নয়,
এতোসব বিয়ের পর......।
জমতে দাও না, ফুলের মধুটুকু,
তারপর না হয়.....
বেশ হয়েছে,
দুষ্টু কোথাকার!
আচ্ছা পাগল তো তুমি !
একটু ধৈর্য ধরো না,
লক্ষ্মিসোনা,
ক'দিন পরই তো আসছি,
তোমার ঘরে,
তারপর না হয়..........
স্কুল ফের প্রতিদিনই তো,
এ নির্জন রাস্তা পাশে,
একটু আকটু........
আজ আর নয়,
বেশ দেরী হয়ে গেল,
মা বকবে,
সবুর করো,
আঙ্গুর পাকলে মিষ্টিই হয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।