প্রচারবিমুখ ..
- সৌম্যকান্তি চক্রবর্তী
দিনের আলো থাকে যখন ,
জগত জুড়ে তোমার কিরণ !
রাতের আঁধার যখন ঘনায় ,
তুমি কি তখন বোঝে সবাই !
সৃষ্টির সেই ঊষাকাল থেকে
লালিত হয়েছে তোমার স্নেহে ,
পৃথিবী কি মানে সেই অবদান ..
মত্ত সে তার ধনের মোহে !
ত্রিভুবনের কারিগর তুমি ...
তুমি দিবাকর সূর্য তুমি ;
প্রচারবিমুখ হে মহাদেবতা ,
নবজীবনের এনেছ বারতা !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।