কেন নয় ?
- ফয়েজ উল্লাহ রবি
রান্ডুয়া শাদি করতে পারে-
বিধবা কেন নয়?
সতী প্রথা ভয়ংকর,
আজও জ্বলে নারী ঘর-ঘর।
অন্তপুরীর খবর কতোটুকু জানি বল ?
সমাজের চোখে পট্টি বাঁধা আঁখি ছল ছল।
বলির পাঠা কাঁদে সদা কুল-কিনারা নাই
কর্তার আঘাতে তিলে-তিলে মরে ললনার দল।
১৬,১০,২০১৫ ইং
রান্ডুয়া=যে স্বামীর স্ত্রী মরে গেছে (হিন্দী শব্দ)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।