শরীর
- ফয়েজ উল্লাহ রবি
বুকের মাঝ খানে দুই টুকরো মাংস পিন্ড
কু-নজরে দেখ,ঘোরে নরের নেত্র সমস্ত।
গতরের মধ্যে খানে,যোনি বলে তারে,চামড়া
শুধু, লাল নীল সাদা কালচে রং কালো
চাষে যেন জমি,নর দল সব মন্দ-ভাল।
বলে না কেউ প্রিয়া-প্রেয়সী
বলে শুধু কতোয় যাবি।
পৌছেনা নাম পদবী গোত্ত ধর্ম
সাদা কালো রঙ্গের তফাৎ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।