তুমি কোথায়
- ফয়েজ উল্লাহ রবি

আজ তুমি কই
আমি খুজি সই
পাব কি তোমায়
আছ যে ভাব্নায়,
আমি-তুমি জীবনে
রভ সুখে দুজনে।
যুগে-যুগে যুগান্তরে
খুজি তোমায় মনান্তরে,
তুমি হীনা আমি
সূযহীন চাঁদের বানী,
তোমাতে-আমাতে
জনম-জনমের বাঁধন,
বুঝিছি এখন আমি-
দূরে এসে তোমাকে হানি।
প্রিয় তুমি প্রিয় আমি
দু'জন দু'জনার অধিন
ভালবাসা-ভালবাসা
এর চেয়ে বেশী
নেই কোন আশা।

২৯ নভেম্বর ২০১৩ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।