মন্দ যেন না রয়
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৫-২০২৪

পিরামিডের তলায় ধাবিত ফেরাউন
সিন্ধু শৃঙ্গে -রাবন,লঙ্কায় পুড়ে হয়নি ক্ষয়।

দিকে দিকে পুড়েছে নগর বন্দর,
গন-তন্ত্রের মোড়লরা চুপ হয়ে রয়।

অ্যাইয়ামে জাহিলিয়াত আসছে ফের-
ভাঙ্গে না ঘুম, বীর সেনানী মুসলিমের ।
শান্তির ইসলাম আজ, মুসলিম দিয়াছে ছাড়ি,
আহাজারী-চিৎকারে,আরবের আকাশ আজ ভারী।
শক্তি প্রদর্শণে উমুক্ত পশ্চিমা-ইসরাইল-ইরান,
কেউ কম নয়,রোষানলে মরে মনুষ্যত্ব,যায় প্রান।
আগ্নে-গিরির লাভা হয়ে,পাপী যেন পদ-পিষ্ট হয়।

২২ অক্টোবর ২০১৫ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।