সুখের সন্ধ্যানে
- হোসাইন মুহম্মদ কবির - প্রতিভা

প্রিয় গ্রাম ছেড়ে
যেতে হবে দূরে।

ভাবতেই এ কথা
হৃদয় জাগে ব্যথা।

আপন স্বজন ছেড়ে
মন চায়না যেতে দূরে।

তবু দায়িত্ব কিছু
আমার নিয়েছে পিছু।

জীবনের প্রয়োজনে
সুখের সন্ধানে
ব্যথা নিয়ে মনে।

অশ্রুঝরা চোখে
কষ্ট নিয়ে বুকে।

যাচ্ছি চলে ঢাকা
ধরতে কিছু টাকা।

২০/১০/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।