বিশ্বাস
- হোসাইন মুহম্মদ কবির

বিশ্বাস করার মানুষ আজ কাল পৃথিবীতে নাই
কথা দিয়ে রাখেনা নিজ স্বার্থ ছারা অন্য কিছুই বোঝেনা
সত্যবাদী মানুষ খুঁজে একটা পাওয়া যায়না ।

সত্যের দিন শেষ চারিপাশে মিথ্যের ছড়াছড়ি
সত্যপথে যায়না চলা
সত্য কথা যায়না বলা
এ কি দেখি সবার কাঁধে মিথ্যারঝুড়ি।

ভালো কাজে কেউ আসে না
করতে একটু উপুকার
কেউ কারো ধার ধারে না
যে যার রাজ্যে রাজা
পাপকর্মে পায় না সাজা
পূর্ণের নাই দেখা-পৃথিবীতে যে যার মতন একলা একা।

সত্যকথা বললে সুখ দিবেনা দেখা
পৃথিবীতে এখন মিথ্যার ছড়াছড়ি কি যে আমি করি
বন্ধু যতো আপন জন
বিপথে পরলে কেউ খোঁজ নেয়না
এ হলো বাস্তব জীবন।

বিশ্বাসের মান রাখেনা
ভালো কথার দাম থাকে না
সুযোগ পেলে করবে খতি
অবিশ্বাসের রাজ্যে
বিশ্বাস আমার ভেঙ্গে দিছে
তবু মানুষেরে মাজে বিশ্বাস খুঁজি মিছে।

২৬/১০/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।