মন চায় তোরে
- তানজির উদ্দিন
আজ অনেকদিন অনেক অপেক্ষায় পর
আবিষ্কার করলুম তোরে ,
এ অন্তর মাঝে ।
অজ অনেক পিরীতি বৃষ্টি হয়ে ঝরে
ভিজলুম তাতে ,
শুধু পাইতে তোরে ।
এখন মন শুধু চায়
তারে চায় ।তারে চায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।