নীল বসন
- ভ্রান্ত বিলাস - তোমাতে আমি
কৃষ্ণচূড়ার ডালে চোঁখ আটকে যায়,
থোকা যেন তোমার খোঁপা।
আকাশের নীল নীঙড়ে বসন সাজালে,
এরপর থেকে কাউকে নীলে
মেনে নিতে পারি না।
বিকেল আমাকে T.S.C তে পাঠায় ,
তোমার সাথে প্রথম চা খাওয়া সেই দোকান
রবীন্দ্র সংগীতের চেয়েও প্রিয়।
রবীন্দ্র সংগীত শুনলেই আমার বর্তমান থমকে যায়
তাই সেই দোকানে আর চা খাওয়া হয় না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।