নেতা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

এলো নেতা, ভাগ্য পিতা,
নিববে এবার চিতা,
প্রেম বিধাতা, পরম মিতা
গাহি সুরের গীতা।

ছুঁড়ল গুলি, পড়লো ঝুলি
খোকার মাথার ঠুলি,
ফুলের কলি,পদ-ধলি
কে সে দিলো বলী ।

কোন সর্বনাশা, খেললো পাশা-
সে যে নেতার বাছা,
হস্ত ঠাসা, নেতা শাসায়
সে তো ছিল আগাছা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।