ভালবাসা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

কারণে অকারণে ছুটেআসা-
অপলক চেয়ে থাকা,নিথর মুখের ভাষা,
তারেই বলে প্রেম, তার-ই নাম ভালবাসা।

স্বপ্নেই ব্যস্ততা, স্বপ্নই স্বস্তি,
ত্যাগের মহিমায় মূল্যহীন অস্তি,
প্রতীক্ষার প্রয়াসে মিটেনা যার আশা,
তারেই বলে প্রেম, তার-ই নাম ভালবাসা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।