কাব্য গুচ্ছ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

১) অসতীর চেয়ে পতিতা ভাল,
ধুমের চেয়ে মদ।
জুয়ার চেয়ে ডাকাত ভাল,
যদিও সব বদ।

২) দুর্বলতা যতই করিবে আত্ম প্রকাশ,
ততই শত্রুদ্বয়, ধরিবে তোমার পাশ।

৩) অপরের ব্যথায় ব্যথিত যে জন,
সে-ইতো পরম বন্ধু, সে-ইতো স্বজন।

৪) ভাঙ্গা দাঁতে লাগেনা জোড়া,ভাঙ্গা হাড়ে লয়,
ভাঙ্গা স্বপনে জোড়া লাগে,ভাঙ্গা মনে নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।