লাল কেতন
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

ওরে ঐ কেতন ওড়ে ঐ
রক্ত কেতন জ্বয় কেতন ঐ|
আজি প্রলয় জাগিছে মর্ত্যে
খেলায় তারা নাচিছে মর্ত্যে,
সর্বগানে ওরে ও তুফান ফেড়ে
রক্তপানে সর্বপানে নেয় কেড়ে |
কেতন ওড়ে ঐ
জ্বয় কেতন ঐ
কেতন ওড়ে ঐ |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।