৯ জৈষ্ঠ্যের সকালে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
এ দিনে মোর সকাল বেলার স্মৃতি
জাগিছে মনে মোর অনন্ত প্রীতি
সময়ের শেষ সকালে ।
এ প্রাণে মোর ভুলায়ে দিয়েছে ব্যথা
এ দিনের সেই গুপ্ত অনন্ত গাঁথা
সময়ের শেষ সকালে ।
নব প্ররণা উদ্যোমে
চলো হাঁটি গম গমে,
প্রদীপ্ত সূর্য কদম ছুঁয়ে
চলো প্রতিজ্ঞার নায়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।