অপূর্ব রাত ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

প্রিয় এসো আজ আমার হৃদয়ে ,
এই অপূর্ব রাত ,
এই জনমে আর যদি না ,
হয় এই সাক্ষাত্ !

পেয়েছি অনেক ভাগ্যে
এই অমুল্য সময় ,
না যদি তোমার
আর দেখা পাই
প্রানভরে দেখি তাই ...

আমার আছে এসো প্রিয় ,
ক্ষনিকের এ মিলন ..
তোমায় জড়িয়ে আমি
আজ কাঁদব কিছুক্ষণ !
চোখ থেকে এই অশ্রুধারা
ঝরে যাবে অনুক্ষন !

অনুবাদ কবিতা

Lyrics :Lag Ja Gale Ki Phir Ye Hasin Raat
Film :Woh Kaun Thee-1964
Singer : Lata Mangeshkar
Lyricist :Raja Mehdi Ali Khan


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।