রোজ মরে যাই
- ফয়েজ উল্লাহ রবি

অনেক দিন পরে তুমি এলে ফিরে
ভুলে যাওয়া কথা গুলো দেব কি গো বলে
কতো কেঁদেছি তোমার পথ পানে চেয়ে
গেয়েছি গান মনের ভুলে, ভুল সুরে
তুমি এলে গো কি ফিরে যাবেনা আর কভু চলে
তুমি হীনা আমি কাঁদি একা একা নীরবে
পেলে তোমার দেখা মনের ঘরে জ্বলে আলো
তুনি হীন আমি বড় একা সুখের পাইনা দেখা।
তুমিতে শুরু দিন আমার তোমাতে শেষ
তোমার মাঝে হারিয়ে গেছে যতো স্বপ্ন আমার
ভালবাসা আমার,তোমায় পেলে বাঁচি,
না হয়ে যাই মরে রোজ একটু একটু করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।