মৃত্যু
- ফয়েজ উল্লাহ রবি

মৃত্যু রোজ চল্লিশ বার ডাকে কাছে
পালিয়ে বেড়াই মৃত্যুকে রেখে পাছে
তবু নিদারুণ মৃত্যু থাকে পিছে পিছে
সময় ফুরিয়ে গেলে কি আর কেউ বাঁচে।

যতোই করি বাহানা আমি মিছে মিছে
ছাড়বেনা আমায় মারবে কিন্তু পীষে
মুক্তি আমার মিলবে কোথায় কিসে
খোঁজে দেখছিনা আজও অভাগা আমি যেচে।

বৃহস্পতিবার, দাম্মাম-সৌদিআরব
০৫ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ
১৮ ফেব্রুয়ারী ২০১৬ খ্রীষ্টাব্দ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।