বিশ্ব নেতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

উড্রো উইলসন,আব্রাহাম লিংকন,
স্যার রবার্ট ওয়ালপোল !তারা বিশ্বের মহান নেতা আজও মানুষের মাঝে দেয় দোল?

শেখ মুজিব, জর্জ ওয়াশিংটন, অটোভন বিসমার্ক
নাম শুনলে ভিতরে ভয় আসে দেয় ঘূর্ণিপাক।

লেনসন ম্যান্ডেলা, টেঙ্কু আবদুর রহমান,
ইয়াসির আরাফাত মানব সেবায় ব্রত ছিলেন
অন্যায় কে করত বরবাদ।

নোপোলিয়াম বোনাপাট,ভ্লাদিমির পুতিন, ভারতের মহাত্মাগান্ধী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে দূর করছিল সব ভুল ভ্রান্তি।

এডলফ হিটলার, মুসোলিনি,
পাকিস্তানের মুহাম্মদ আলী জিন্নাহ বিশ্ব রাজনীতি অভিশাপ
সরুপ সবাই করে তারে ঘৃণা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।