ফিলিস্তিনির দুঃখ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ইহুদী রাষ্ট্র ইসরাঈল তারা কি ফিলিস্তিনির আযরাঈল!
কেন ফিলিস্তিনির ভাই বোনেরা মরছে পাখির মত করে,
আর আমরা ঘরের মধ্যে বসে আছি মুখ থুবর করে?

ভাই মরছে, বোন মরছে, মরছে কচি শিশু,
জাতিসংঘ আজ মাথা লুকাইছে মাথা কইরা নিচু!

সৌদি আরব,মালশিয়া,ইরান-পাকিস্তান,তারা আজ নিরব দর্শক শোনে মেশিনের খৈ ফুটানোর গান।

ওআইসি নিশ্চুপ নেই কোন সাড়া!
ফিলিস্তিনি ভাই বোন আজ পথের ভিখারী হয়ে বাস্তু ছাড়া।

ফিলিস্তিনির ভাই বোনেরা-সবাই যেদিন মরবে,
তখন আমার ওআইসি সামরিক
বাহিনী গড়বে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।