বাঙাল-কাঙাল
- ফয়েজ উল্লাহ রবি
নগ্ন পায়ে শহীদ বেদীতে ফুলের সমাহার,
শহীদ পরিবারের কাটে বেলা অনাহার,
টিভি নিউজ পেপার ফেইজ বুকে সেলফি যদি না থাকতো,
এতো লোকের ঠেলা-ঠেলিও কভু নাহি হতো।
বাংলিশ হয়ে ভাষার প্রতিদিন করি বলাৎকার,
একদিনের জন্য বাঙালী হয়ে হচ্ছি আস্তে আস্তে কাঙাল।
"শহীদ কেঁদে মরে কবরে বিনা কারনে জীবন দিলাম কি ঢেলে,
এই তো ছিল না চাওয়া বাংলা হারাচ্ছে তিলে তিলে অতলে।"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।