পাল খুল
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
ওগো মাঝি এবার খুলে লও পাল
দরিয়ার ও বিরহ ব্যথার এ হাল ,
ছিড়িবে পাল
তুমি খুল পাল ।
ওগো মাঝি এবার সপ্ত দরিয়ার জলে
ভাসিয়া দাও তরী তব , আনমনে ও জলে ,
ভেসে ভেসে সে চলি যাক যেথায় চায়
নাহি আর খুঁজিয়া লও তারে এথায় হায় !
এবার পাল খুলে লও
তরী ভাসি মাঝি যাও |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।