প্রগতির গতি
- রফিকুল ইসলাম রফিক
শৈবলিনী একটি প্রেমাসক্ত ব্যঙ
গড়েছিলো সুখের বসতবাড়ি
প্রতাপ নামের একটি সাপের পেটে
অামাদের সুবিখ্যাত প্রেমের পুজারিণী
কিচ্ছু করার নেই, এই নাকি সুগভীর প্রেমের বাধন।
তবুও নিরুপায় বধূ শৈবলিনী নিয়তির কাছে
নিষ্পাপ সাধক-- চন্দ্র শেখরের কাছে
পরাজিত হয় প্রেম।
টিকে থাকে অন্তরে গেঁথে যাওয়া সংস্কারগুলো
অাসলে প্রগতির গতি অনেক কঠিন
অনেক এলোমেলো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।