হৃদয় কি বলে ??
- ফয়েজ উল্লাহ রবি
কর্ম ব্যস্ততায় কাটে বেলা
জেনে নিও তোমায় ভালবাসতে ভুলি না কখন,
রোজ তোমার স্বপ্নে হয় না রাত জাগা
এক ফালি রোদ এসে জাগিয়ে দেয়,
তুমি কি শোনতে পাও অন্তরে
আমার আত্ম চিৎকার।
তোমায় চাই এই জনমে পর জনমে
তুমি ছাড়া আমার নেই গতি কোন
তোমায় খুঁজে পাই স্বর্গ আমার
তুমি যতো সব সুখের সিঁড়ি
এক পা দু পা করে এগিয়ে যেতে চাই
গন্তব্যের শেষ প্রান্তে তোমার সাথে।
তুমি আমার শুধু আমার শোনে নিও
সময় করে কখন আমার বুকে কান পেতে
হৃদয় কি বলে ??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।