অবহেলার পাত্র
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি অবহেলার পাত্র
তাই তো আমায়
ফেলতে পার যত্র-যত্র!

আমি তোমার মনের ময়লা
কয়লার চেয়ে কাল,
তাই তুমি আগের মত
বাসতে পার না ভাল।

আমায় দেখে মুখ
ফিরিয়ে নাও,
কর অপমান
তবুও তোমায় ভালবাসি
তুমি যে মোর প্রাণ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।