এক সোমত্তবান মেয়ার কথা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২০-০৪-২০২৪

এক সোমত্তবান মেয়া
মোর খেয়েছে
মাথার মগজ,
তাকে স্বপ্ন দেখি রোজ রোজ।

অবরে-সবরে
দেখি তার সুদর্শনা মুখ,
একবার তার মুখজবানি
শুনলে
ঘুচে যায় মনের বেদনা-দুঃখ।

কিন্তু তার
মনের জৌলুস
ঘোর-ঘোরালো
জানে না ভদ্রতার বালাই
তাই আমি পৃষ্ঠপ্রদর্শ করে পালাই

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।