বিভ্রান্ত
- ওমায়ের আহমেদ শাওন - প্রেমকাব্য

কামুকী তরুণীকে
তুলসী পাতার গরম জলে
স্নান করাতে যেয়ে জলই নোংরা হয়ে গেল-
ভেবেছি, আত্নিক ভালবাসায় দৈহিকতার ব্যবহার ক্ষীণ;
অবশেষে প্রধান হয়ে ওঠে কামভাব-ই।
ও এক পেয়ে তৃপ্ত নয়, জাত-পাত্রে বিভেদিত নয়।
সে কোন ধর্মের হতে পারেনা,
মানব ধর্মের রোল মডেল ?
কামুকী তরুণীই আমার স্ত্রী !
তার সাথে আমার মিলনের পূর্বে
সতী ছিল কিভাবে বিশ্বাস করা যায়
সেই জানে একমাত্র- আমার পরিচয়ে নির্ভর করা
সন্তানটা কার ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।