রা
- ফয়েজ উল্লাহ রবি
র
আমি
তোমার
অপেক্ষায়
তুমি আসবে
সেই পথ চেয়ে
কাটে আমার বেলা
তুমি হীন আমি একা
সুখ পাখি হয় না দেখা
সাগর নদী দেখবো বলে
আকাশ বাতাস এক করেছি
ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধে
প্রশান্ত মহা সাগরের বুকে মুক্ত
খুঁজে আনতে পারি তুমিই শুধু বল
একবার বল ভালবাসি, চাইনা কিছু।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।