কাজল পরা মেয়েটি ও ঢাকা।
- ফয়জুল মহী

ওই মেয়ে তোমার কাজল কালো চোখে আর কাজল দিয়ে আমায় দেখ না। এমনিতে আমি রোজ মরি তোমার নরম নরম চাহনিতে। ধুমকেতুর চেয়ে দ্রুত শুধু একবারই তো হয়ে ছিল নজর বিনিময়। সে দিন হতে আমি আর চাঁদ দেখি না,তুমি যে চাঁদ হতেও সুন্দর। আমি তোমার নাম দিয়েছি ময়না কারন ময়নরা অজপাড়া গায়ে থাকে । তুমি থাকো অট্টালিকার শহর ঢাকাতে, এই তূমি কি জানো ?বুড়ীগঙ্গা মৃত প্রায়। ঢাকার বাতাস দুষিত,পানি দুষিত আর রাস্তাঘাট জানযটে অবরুদ্ধ,, এমন শহরে আমার প্রেয়সী থাকতে পারে না। আমি তোমায় নিয়ে যাব আমার গ্রাম চাঁদপুরে। ওখানে পাবে তুমি নির্মল বাতাস,স্বচ্ছ পানি আরো কত কি, শীতের দিনে সকালের শিশিরে স্নান করবে তোমার মন ও চোখ, আর হররোজ কাজলী চোখ দেখবে আমায়,সিগ্ধ মন ভালবাসবে আমায় l


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

২৬-০৫-২০২০ ১১:৫০ মিঃ

আহা! কি দারুণ প্রকাশ

০৫-০২-২০২০ ১২:৩২ মিঃ

Mashallah

০১-০৩-২০১৯ ২১:৫৭ মিঃ

অসাধারন গাথুনি

২৯-০৯-২০১৬ ২০:৩২ মিঃ

অপূর্ব প্রকাশ

১২-০৬-২০১৬ ১৪:০৬ মিঃ

অসধারণ!