বই প্রসঙ্গ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমার কাছে টাকা নেই
কি দিয়ে বের করব বই?
দুটো বছর যাক চাকুরী-টা আগে লই,
বারংবার সুধাও কেন ও আমার সই,
বই বের করিতে টাকা লাগবে
তা পাব আমি কই...
মা-বাবার হোটলে খাই-দাই
ঘুরি ৪২০করে,
ছেলে হয়ে বাড়তি টাকার
আলগা ঝামেলা দেই কেমনে তাদের তরে।
"যারা আমার বই ক্রয় করিবার জন্য উতলা হইয়া পড়িয়াছেন, তাহাদের জন্য এই ছন্দ-খানা
উৎসর্গ করিলাম"
রচনা কালঃ ১০.৪.২০১৬
সকালঃ ১০.১০-১০.২৫মিনিটে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।