বাবুল স্যার
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হ্যান্ডসাম-সুদর্শন আমার বাবুল স্যার,
তার মত এত মহীয়ান মানুষ
কোথা পাব আর?

বিনয়ের সঙ্গে কোকিল কন্ঠে
পড়ায় বাঙলা পড়া,
তিনি একটু রাগ করিলে
মন হয় মোর মন-মরা।

ন্যায়-নির্ভীক-সৎ
অন্যায় কে প্রশ্রয় না দিয়ে
দেখায় সত্যের পথ,
অবহেলা খামখেয়ালী
নেই কোন বাজে স্বভাব!
তিনি একজন মহান শিক্ষক
সব পূরণ করেছে মোর অভাব?

-----২-----

আমি আনন্দিত, আমি মুগ্ধ
বাবুল স্যারের প্রতি,
তিনি আমার শিক্ষক নয়
যেন চোখের জ্যোতি!

আমি গর্বিত,আমি উদ্ভাসিত
বাবুল স্যারকে পেয়ে,
সহস্র কলম ফুরিয়ে যাবে
তার গুণ লিখতে গিয়ে!

আমি পাগল,আমি সেন্সলেস
বাবুল স্যারের জন্য
তাকে পেয়ে আমার জীবন
হয়ে গেছে ধন্য?

"ডায়েরীর খাতায় লিখে রাখলাম বাবুল স্যারের নাম আ-জীবন তাকে শ্রদ্ধা ভরে স্বরণ করব,
করব না তাকে অপমান"

উৎসর্গঃ বামনডঙ্গা আবদুল ডিগ্রী কলেজের মাননীয় বাঙালা শিক্ষক জনাব, মোহাম্মাদ রেজাউল করিম (বাবুল )স্যারের প্রতি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।