মেয়েদের প্রেম
- ওমায়ের আহমেদ শাওন
বেহায়া কোথাকার !
একবার প্রেম করেও
লজ্জা হয়না তোমার ?
প্রেম না করাটা ভাল,
করতে না পারাটা খুব খারাপ পরিণতি-
তাতে ইজ্জত খুইয়ে দিতেও দ্বিধা করবেনা।
মেয়েরা প্রেমে ব্যর্থ হয়ে গেলে
স্থির থাকতে পারেনা,
যতক্ষণ না আরেকটা প্রেম আসে
তাদের স্নানঘর জীবনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।