মেনে চলি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পিতা-মাতার হুকুম মানও
আল্লাহ্ কে সরণ কর।

সৎপথে রোজগার কর
আল্লাহর রাস্তায় জিহাদ কর।

শয়তানি কাজ থেকে
বিরত থাক,
মিথ্যা কথা বহিষ্কার কর।

সত্য কথাকে তুলে ধর
নম্র ভাষায় কথা বল।

উচ্চ হাসি কম হেস
খারাপ সঙ্গী কে দূর কর।

মোটা কাপড় পরিধান কর
বোরখা পড়লে আরও ভাল।

প্রেম থেকে বিরত থাক
ভাল মানুষ কে সঙ্গী কর।

টাকা থাকলে হজ্জ কর
যাকাত-ফেতরা পালন কর।

টাকা না থাকলে না কর
নিজের সৌন্দর্য কে গোপন কর।

ফরজ রোজা পালন কর
সর্ব লোক কে সালাম কর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।