ভালবাসার কষ্ট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ভালবাসার অপর নাম কষ্ট
তাই তো তোমায়
ভালবেসে হয়ে গেছি নষ্ট!
তোমার ঐ রুপের জালে
আটকা পড়ে ছিলাম,
তাই তো আমার জীবন
হয়ে গেল নিলাম।
তোমার ঐ চাঁদনী দেহ
দুধুর মত মুখ,
তোমায় আমি ভালবেসে
খুজে ছিলাম
প্রেমের সুখ??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।