রূপ সাজ কাহার তরে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
এত দিনের প্রীতিতী
তোরে রাখিনু আলগে মনঃঘরে,
তবু পুনঃ এ অতিথি
সাজিলে তুই অতিথি এ মমঘরে ।
হে , প্রীতি জাগালে এ কোন সাজে !
রাখিলে মোরে বিরহ বিদগ্ধ সাঁঝে !
এবার , কহ -
''এ রূপ এ সাজ এ রূপ সাজ
এত নিত্য উপমায় সাজিয়াছ,
কেন ? কিসের তরে ?''
কহিলে নারে , পুনঃ যাচিয়া যাই
ভাঙ্গা নৌকার মাঝিরে গেয়ে যাই|
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।