বিরহ লাগালে কপালে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

সখি , চলে গেলে সে ভোলা গানে
শুধু , রাখিয়া গেলে নিত্য গানে-
তব ও নূতন রূপ
তাও ভালো এ জীবনে,
দিনে সাজিবে ধূপ
তাও ভালো এ জীবনে ।
সখি , এ বিরহ ছিল কি মোর কপালে
ভাগ্য বিধাতা রে , বিরহ লাগালে-
বিরহ লাগালে কপালে |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।