এত আর্তনাদ
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
বন্ধুয়া রে
তোর সে উছল নৃত্যছবি
মোর স্মরণে রাখিনু স্মরণে ।
বন্ধুয়া রে
তোর সে নিত্য রূপের ছবি
স্মরণে আসে বারংবারে বারে ।
গেলে ফিরে
রেখে গেলে এত আর্তনাদ ,
তোর ঘরে
মনঃঘরে দিলে এত অভিশাপ !
আজ , বিরহ চাহনে প্রীতিতী
জাগিয়াছে ও মরা চরে,
বাঁধিয়াছো আজ কি তব সে
নূতন সাজে পুনঃ মর্মরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।