ব্যপৃত বিশ্ব মাঝে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

আজ , দিবসের শেষ প্রীতিতী
জাগে হেথা
আজ , স্মরণ মন্দিরের পূজারী
যায় কোথা !
ও মনঃঘরের অধার দিয়ে ব্যপৃত
হইলে বিশ্ব মাঝে ,
ও দিনের শেষে লুকায়ে প্রীতিতী
জাগাইলে বিশ্ব মাঝে -
ছাড়ি দিলে তব নিত্য দানের ও মন্দিরে
বাজিলে সুর পুনঃ পুনঃ ও মন্দিরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।