উল্টে দিয়ে ব্যাঙের জ্বিভ
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
প্রথামত সময় হলেই
ব্যাঙেরা খাবার সামনে নিয়ে
জ্বিভ বের করে দেয় ।
তারপর তারে জ্বিভে নিয়ে
উল্টে পুরে দেয় মুখের ভিতর ।
ডাকে চিত্কারে ঘ্যাঙর ঘ্যাঙর
ব্যাঙেরা গাঙে ঘাপটি মারে
তারপর সময় এলেই
উল্টে দেয় জ্বিভ ।
প্রথাগত উল্টানো জ্বিভ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।