তোমাকে পড়েছি
- নাহিদ সরদার
তোমাকে পড়েছি
মো : নাহিদ রহমান
আজ সারারাত বৃষ্টি ছিল
তুমুল মেঘের গর্জন ছিল আনন্দময়,
মনের ঘরে আলো ছিল ভিশন রকম।
তাইতো আমি পড়ে নিলাম তোমায় খুলে
চোখ পড়েছি কাজল আঁকা
হরিণ চোখে ছোটাছুটি
সুন্দরবনেরমুগ্ধতা ছিল
আকাশ ভরা তোমার চোখে।
আঙুল পড়েছি কি সুন্দর স্পর্শ তাতে
নতুন বউয়ের মেহেদী রাঙা
অাবেগ ভরা হাতের মতো ভালবাসার
ছড়াছড়ি তাবৎ জায়গা,
ইচ্ছে করে আমার সকল অনুভূতি
নিলাম করি তোমার নিখাত আঙুল আগায়।
পাপড়ি ছেড়া গোলাপ রাঙা ঠোঁট পড়েছি
সরাসকাল শিশির ভেজা ঘাসের মতো শীতল
শীতল পরশ ছিল ঠোঁটটা ঘিরে।
মন পড়তে যখন গেলাম
ভিশন রকম হোঁচট খেলাম-
ভিন্ন রকম অনুভূতির ছোঁয়া পেলাম
তোমার সকলহৃদয় জুড়ে,দেখতে পেলাম
রক্তমাখা শব্দ কথা ছড়িয়ে আছে
এদিক- ওদিক ছিন্নভিন্ন হৃদয় জুড়ে,
অসীম দুঃখের শূণ্যতা গুলো ছড়িয়ে আছে
তোমার মনের আনাচ-কানাচ।
পরিশেষে পরিপাটি এক চিঠি পেলাম
হৃদয় তোমার তন্ন করে -লেখা তাতে,
কেউ আমাকে ভালোবাসায় ভালোবাস
উজাড় করে।
৩১/০৫/২০১৬ ইং,সকাল ৭:১০ মি
পটুয়াখালী,গোলাচিপা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।