গজল
- রুহুল আমীন রৌদ্র
আজি হাজার রঙের ফুল ফোঁটেছে,
এই না দুনিয়ায়,
হাজার ফুলের ভিড়ে খুঁজিআমি,
রাসূল তোমায়।........(২)
---
সুবাসে আজি ধন্য হলো,
সারা জাহান,
আমার নবী শত ফুলের চেয়েও,
অনেক মহান।........(২)
এই ধরাতে কোন কিছুই
হয়না তুলনায়,
হাজার........................... তোমায়।
----
পাখির কলবরে মুখরিত,
এই না দুনিয়া,
তাহার চেয়েও অনেক মধুর,
লা ইলাহা।........ (২)
এই ধরাতে কোন কিছুই,
হয়না তুলনায়, হাজার........................................ তোমায়। আজি............................... রাসূল তোমায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।