সু-সময় না এসে দুঃসময় এসো
- নাহিদ সরদার
সু-সময়ে না এসে দুঃসময়ে এসো
--------------------------------------
জোর করে আর চাপাস না কেউ
তোঁদের মুখের বুলি
গহীন মনের আপন কথা
আমি না হয় বলি।
আমার এখন সবল দেহ
পড়লে হঠাৎ উঠতে আমি পারি,
তবে কেন বৃথা তোরা
তুলবি হাতটা ধরি।
এই দেখ কি কান্ড তোঁদের
অাঁধার রাতে ধরছিস কেন আলো?
আরে ইয়ার......
আমার চোখে জ্যোতি কি আর
অন্ধের মতো কাল।
যেদিন আমার
মনের কথা মনে রবে
যন্ত্র গুলো অচল হবে
বিকল হবে দেহ,
সেদিন না হয় বন্ধু বেশে
থাকিস না হয় কেহ।
০৯/০৯/২০১৫ইং
বুধবার
সকাল ৭.৩০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।