পল্লী মেয়ে
- নাহিদ সরদার

পল্লি মেয়ে
--------------
অজানা এক পল্লি গায়
দেখেছিনু সবুজ বৃক্ষের ছায়।
আহা কি নিদারুণ ছিল সে,
অস্থির মন স্থির হলো যে।
আখি পাতে যেন তাঁর দুষ্টুমি হাসে,
সুভাষিত যৌবন বাতাসে ভাসে।
হেসে হেসে সে মেয়ে কুটিকুটি,
সরাদিন কি তাঁর ছোটাছুটি।
মাতাল যৌবনে বেসামাল ঢেউ,
রুধিবার নাহি তাতে কেউ।
চঞ্চলা চপলা তাঁর বাঁহারি মন,
নাচিয়া-গাহিয়া কেটে যায় ক্ষণ।
হাসিতে যেন তাঁর বাদ্য বাজে,
নীল পদ্ম খোঁপাতে গোজে।
নিত্যানন্দে নেচে ওঠে অধর,
বৃষ্টির জল তাতে করে দেয় আদর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।